শুভ বাংলাদেশের প্রত্যাশা
অক্টোবর ২০, ২০২৪, ১২:৫০ পিএম
হয়তো প্রশ্ন তোলা যায়, বাংলাদেশে আরও সংবাদপত্রের কি প্রয়োজন আছে? সংবাদপত্র কি যথেষ্ট নেই? সংখ্যার বিচারে অবশ্যই একটু বেশিই রয়েছে সংবাদপত্র। রাজধানী ঢাকা থেকে তো প্রচুর পত্রিকা প্রকাশিত হয়ই, এমনকি ছোট জেলা শহর থেকেও কম নেই সংবাদপত্র। সব মিলে কত যে পত্রিকা বেরোয় তার হিসাব হয়তো সরকারের কাছে আছে, পাঠকের...