বীজ সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে কৃষক
অক্টোবর ২২, ২০২৪, ০২:৫৮ পিএম
কৃষির উন্নয়নে সুস্থ-সবল চারা এবং ভালো উৎপাদন পূর্বশর্ত। এজন্য ভালো মানের বীজ ব্যবহার অত্যাবশ্যকীয়। উন্নত জাত ও বীজের মান ভালো না হলে ভালো কৃষকের অর্থ, শ্রম, সময় যেমন নষ্ট হয় তেমনি ঘাটতি হতে পারে দেশীয় উৎপাদনের ওপরে।কৃষকপর্যায়ে বীজের মান যাচাইয়ের ব্যবস্থা উন্নত না হওয়া, কৃষকদের সচেতনতার অভাব, বাজারে বীজের মনিটরিং...