স্টার ওয়ার্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে ফিরছে অ্যান্ডর এর দ্বিতীয় সিজন
এপ্রিল ১৮, ২০২৫, ০৪:০৯ পিএম
জাপানের টোকিওতে ১৮ এপ্রিল বসেছিল স্টার ওয়ার্স সেলিব্রেশন ২০২৫–এর জমজমাট আয়োজন। হাজারো ভক্ত, গ্যালাক্সি থিমে সাজানো মঞ্চ আর একের পর এক চমকপ্রদ ঘোষণায় মুখর হয়ে ওঠে দিনটি। লুকাসফিল্ম ঘোষণা করেছে একসাথে তিনটি নতুন প্রকল্প—অ্যান্ডর সিরিজের দ্বিতীয় সিজন, দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু নামে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবং একেবারে নতুন ছবি স্টারফাইটার।এই...