দীর্ঘ আড়াই বছর পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমি ১৭ এপ্রিল নিজের ফেসবুক পেজে পোস্ট করে জানান, ‘দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট’। এ ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনার ঝড়। দর্শকদের আগ্রহ আর উত্তেজনা ছড়িয়ে পড়ে নাটকপ্রেমী মহলে।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি প্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। একদল ব্যাচেলর যুবকের হাসি-কান্না, প্রেম-ভালোবাসা আর বন্ধুত্ব নিয়ে তৈরি এই ধারাবাহিক অল্প সময়েই শহুরে তরুণ-তরুণীদের হৃদয় জিতে নেয়। নাটকটির কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরা চরিত্রগুলো দর্শকদের কাছে হয়ে উঠেছিল বাস্তবের মতোই পরিচিত।
নাটকটির চতুর্থ সিজন প্রচারিত হয়েছিল ২০২২ সালের ২৪ ডিসেম্বর। তারপর থেকেই দর্শকদের অপেক্ষা ছিল পঞ্চম সিজনের জন্য। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, এবারও নাটকে থাকবে আগের চরিত্রগুলোর পাশাপাশি নতুন কিছু চমক। তিনি বলেন, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিস্তারিত জানানো হবে।
নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল, শিমুল প্রমুখ।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাহিনি যেমন মজার, তেমনি কখনও কখনও আবেগঘন। ঠিক সেই জায়গাগুলোতেই নাটকটি তৈরি করে আলাদা একটা অবস্থান। এখন দেখার পালা, পঞ্চম সিজনে নাটকটি কতটা ভালোবাসা পায় দর্শকদের কাছ থেকে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন