কক্সবাজার বন ধ্বংসে দুই ইসলাম সিন্ডিকেট
মার্চ ২৫, ২০২৫, ১০:৪৯ এএম
কক্সবাজারের শুধু উখিয়া উপজেলাই সড়ক-উপসড়কে প্রায় ৯০০টি অবৈধ ডাম্পার (ছোট ট্রাক) ও পিকআপ চলাচল করে। এসব যানবাহনে সরবরাহ হয় পাহাড় কাটার মাটি, ঝিরি-খাল ও নদী থেকে উত্তোলন করা বালু এবং বনাঞ্চলের গাছ। এতে নদী-খাল, প্রাকৃতিক ঝিরি সংরক্ষিত পাহাড় ও বনাঞ্চল উজাড় হচ্ছে। বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, কক্সবাজারের উখিয়ায়...