চুয়াডাঙ্গায় ‘বিত্তি’ তৈরি করে শতাধিক পরিবার ফিরেছে সচ্ছলতায়
জুলাই ২৭, ২০২৫, ১০:১৪ এএম
চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলমারি গ্রামে বর্ষা মৌসুম এলেই ব্যস্ততা বেড়ে যায় শতাধিক পরিবারের। কারণ, তারা মাছ ধরার জন্য প্রচলিত একটি লোকজ যন্ত্র- ‘বিত্তি’ তৈরির কাজে সম্পৃক্ত। এই কুটিরশিল্পই আজ তাদের সংসারে এনেছে আর্থিক সচ্ছলতা।
বিত্তি তৈরির প্রধান উপকরণ হলো বাঁশ, তাল গাছের আঁশ থেকে তৈরি সুতা এবং নাইলনের সুতা। তালগাছের ডগা...