নেইমার ফিরলেন-খেললেন, হেরে গেলেন
                          মে ২৩, ২০২৫,  ০১:১০ পিএম
                          কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে সিআরবির কাছে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সান্তোস। ১২ বছর পর কোপা দো ব্রাজিল খেলতে নামে, এদিন নেইমার মাঠে ফিরলেন-খেললেন, হেরে গেলেন। তার দল শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগের...