গত বছর ছেলেদের কোপা আমেরিকায় কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার মেয়েদের কোপার সেমিফাইনালে সেই কলম্বিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো আর্জেন্টিনার নারী দলকে।
সম্ভাবনা জেগেছিল এবারের কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল খেলবে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিলো কলম্বিয়ার নারী ফুটবল দল।
সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় সকালে ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য ছিল দুদল। কিন্তু টাইব্রেকারে ৫–৪ গোলে জয় নিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া।
আর্জেন্টিনা শুরু থেকেই চাপে ছিল। বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় কলম্বিয়া। কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে গোল আদায় করতে ব্যর্থ হয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটে দুই দলই গোল করে সমান চারবার। ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা সফল হলেও আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে ব্যর্থ হন। ফলে ৫–৪ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করে কলম্বিয়া।
এই জয়ের মাধ্যমে শুধু ফাইনালে উঠেই থেমে থাকেনি কলম্বিয়া, তারা নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা পাওয়াও।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। এই ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে কলম্বিয়ার। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার (২ আগস্ট)।
এবারের আসরটি মেয়েদের কোপা আমেরিকার দশম আসর। এর আগের ৯ আসরের মধ্যে ৮ বার শিরোপা জিতেছে ব্রাজিল।
কেবল ২০০৬ সালে নিজেদের মাঠে একবার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে এটি হবে তাদের টানা পঞ্চম শিরোপা।
আপনার মতামত লিখুন :