বর্ষায় কদর বাড়ে ছাতার কারিগরদের
জুলাই ৪, ২০২৫, ০৭:৩৩ পিএম
বর্ষা মানেই কখনো হালকা, কখনো মুষলধারে বৃষ্টি। এ সময়ে ঘরের বাইরে পা রাখতেই প্রথম যে জিনিসটি দরকার, তা হলো ছাতা। কিন্তু পুরোনো ছাতা যদি ফুটো হয়ে যায় বা ভেঙে পড়ে তখন সেটি ফেলে না দিয়ে অনেকেই ছুটে যান ছাতা মেরামতের কারিগরদের কাছে। বছরজুড়ে উপেক্ষিত থাকা এই কারিগরদের কদর তখন হঠাৎ করেই...