ছাতা মেরামত করে চলে সংসার হেমন্তকালেও ব্যস্ততা বেড়েছে আগৈলঝাড়ার ছাতার কারিগরদের
অক্টোবর ২৬, ২০২৪, ০২:৫৭ পিএম
ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। এই ছয়টি ঋতুর প্রত্যেকটির আছে একেকটি আলাদা রূপ। এদের মধ্যে আষাঢ় ও শ্রাবণ এই দু’মাস বর্ষাকাল। প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল। তবুও প্রায় প্রতিদিনই নামছে থেমে থেমে বৃষ্টি। সেই সঙ্গে থাকছে রোদ।তবে এই রোদ-বৃষ্টির অন্যতম অনুষঙ্গ হলো ছাতা। যাদের ছাতা নষ্ট হয়ে গেছে তারা ছুটছেন ছাতার কারিগরের...