ম্যারাডোনার ছেঁড়া জার্সি ৪০ বছর পর নিলামে
                          অক্টোবর ৯, ২০২৫,  ০৫:৩৮ পিএম
                          কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত একটি অত্যন্ত দুর্লভ ও ঐতিহাসিক জার্সি এবার নিলামে উঠতে চলেছে। এটি কোনো সাধারণ জার্সি নয়, বরং ১৯৮৪ সালের কোপা দেল রে ফাইনালে মারামারিতে ছিঁড়ে যাওয়া জার্সি, যা এত দিন পর জনসমক্ষে আসছে।
নিলাম প্রতিষ্ঠানগুলো মনে করছে, ম্যারাডোনার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী এই জার্সিটি আকাশছোঁয়া মূল্যে...