সিঙ্গাপুরে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের ম্যাচ সামনে রেখে ক্লাবটির জার্সি বিক্রি বেড়েই চলছে। আগামী রোববার আর্সেনালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নিউক্যাসেল।
তার আগেই শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা।
চ্যানেল নিউজ এশিয়ার সূত্রে জানা গেছে, প্রাক-মৌসুমের অংশ হিসেবে সিঙ্গাপুরে আসা আর্সেনাল, এসি মিলান ও নিউক্যাসেল ইউনাইটেড—এই তিন ক্লাবের জার্সি বিক্রি বেড়েছে ২০ শতাংশেরও বেশি।
স্থানীয় জার্সি বিক্রেতারা জানিয়েছেন, ম্যাচের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জার্সি বিক্রিতে বাড়ছে। হঠাৎ সিদ্ধান্তে জার্সি কিনে নিচ্ছেন অনেকে, যেন প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রমাণ করতে পারেন।
ওয়েস্টন কর্পোর ফুটবল বিভাগের বিক্রয় পরিচালক আমি চোপড়া বলেন, প্রতি বছর যখনই সিঙ্গাপুরে কোনো বড় ক্লাব আসে, তখনই জার্সি বিক্রিতে বড় ধরনের উত্থান দেখা যায়।
ম্যাচের দিনগুলোতে বাড়তি চাহিদা সামাল দিতে দোকানগুলো পপ-আপ বুথ চালু করবে এবং অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে।
নিউক্যাসল ইউনাইটেডের ২,০০০–এর বেশি সমর্থক রয়েছেন সিঙ্গাপুরেই। তাদের অনেকের জন্যই এটি হতে যাচ্ছে জীবনে প্রথমবার প্রিয় ক্লাবকে মাঠে সরাসরি দেখার সুযোগ।
স্থানীয় সমর্থক টেরেন্স অং হচ্ছেন নিউক্যাসলের একজন নিবেদিতপ্রাণ ভক্ত, যিনি ১৯৯০-এর দশক থেকে এখন পর্যন্ত সংগ্রহ করেছেন ৮৫টি নিউক্যাসল জার্সি।
এবারের মৌসুমে ক্যারাবাও কাপ জয় উপলক্ষে একটি বিশেষ সংস্করণও যুক্ত করেছেন নিজের সংগ্রহে।
নিউক্যাসল সিঙ্গাপুর ফ্যান ক্লাব ‘NUFC-SG’ এই সফর উপলক্ষে একটি বিশেষ টি-শার্টও তৈরি করেছে।
ক্লাবটির কমিটি সদস্য টেরেন্স বলেন, আমার বিশ্বাস, নিউক্যাসল এখন বুঝতে পারছে এশিয়ায় তাদের বড় একটি সম্ভাবনাময় সমর্থকভিত্তি রয়েছে। ক্লাবের জন্যও এটি নতুন এক সুযোগ হয়ে উঠছে।
তিনি আরও বলেন, এটি শুধু একটি ম্যাচ নয়, বরং এশিয়ার নিউক্যাসলভক্তদের একত্রিত হওয়ার এক অসাধারণ উপলক্ষও।
আমরা যেন ক্লাবটিকে দেখাতে পারি, এই অঞ্চলে তাদের কতটা শক্তিশালী সমর্থকগোষ্ঠী রয়েছে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন