কিংবদন্তি রকসংগীতশিল্পী জন মাইকেল অসবোর্ন আর নেই। গত মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। অভিনেতার মৃত্যর সংবাদ নিশ্চিত করেছে তার পরিবার।
তবে তার মৃত্যুর কারণ জানায়নি পরিবার। গত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে পারকিনসন রোগ আক্রান্ত হন অভিনেতা।
জানা গেছে, বিখ্যাত ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’-এর প্রধান সংগীতশিল্পী ছিলেন অসবোর্ন। এই ব্যান্ড থেকে ‘আয়রন ম্যান’ ও ‘প্যারানয়েড’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তার অনুরাগীদের।
১৯৬০-এর দশকের শেষ দিকে গিটারিস্ট টনি ইয়োমি, বেসিস্ট গিজার বাটলার ও ড্রামার বিল ওয়ার্ডের সঙ্গে ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’ গড়ে তোলেন ওসবার্ন। ১৯৭০ সালে ব্যান্ডটির ব্ল্যাক সাবাথ মুক্তি পায়। তারপর ধীরে ধীরে আসে ‘প্যারানয়েড’, ‘মাস্টার অব রিয়েলিটি’র মতো অনেক প্ল্যাটিনাম হিট।
১৯৭৮ সালে ব্যান্ড থেকে বাদ পড়ে একক ক্যারিয়ার শুরু করেন ওসবার্ন। ১৯৮০ সালে মুক্তি পায় ‘ব্লিজার্ড অব অজ’ নামের অ্যালবাম। এ অ্যালবাম থেকেই প্রকাশ পায় বিখ্যাত গান ‘ক্রেজি ট্রেইন’। পরের বছর প্রকাশ হয় ‘ডায়েরি অব আ ম্যাডম্যান’, যা ৫০ লাখ কপি বিক্রি হয়। মৃত্যুর তিন সপ্তাহ আগেও নিজ শহর বামিংহাম কনসার্টে গান পরিবেশনা করেন।
বলে রাখা ভালো, ১৯৪৮ সালের ৩ ডিসেম্বর এ্যাস্টন, বামিংহাম, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন জন মাইকেল অসবোর্ন। মাত্র ১৫ বছর বয়সে স্কুল ছাড়েন। কর্মজীবনে স্বল্প বেতনে কয়েকটি চাকরি করেন। সংগীত ক্যারিয়ার শুরুর আগে চুরির অভিযোগে কিছুদিন কারাভোগও করেছেন তিনি।
আপনার মতামত লিখুন :