বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৭:০৯ পিএম

রিয়ালের ১০ নম্বর জার্সি গায়ে জড়াবেন এমবাপ্পে!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৭:০৯ পিএম

কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

সান্তিয়াগো বার্নাবেউর ইতিহাসে ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়—এটি এক গৌরবময় দায়িত্ব, এক ঐতিহ্যের প্রতীক। রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি নম্বরটি এতদিন ছিল লুকা মদ্রিচের কাঁধে।

সেই অধ্যায় শেষ হয়েছে, শুরু হতে যাচ্ছে আরেকটি যুগ। মদ্রিচের বিদায়ের পর ফাঁকা থাকা এই ‘সিংহাসন’ এখন পাচ্ছে নতুন উত্তরাধিকারী—কিলিয়ান এমবাপ্পে।

ক্রোয়াট তারকা লুকা মদ্রিচের এসি মিলানে চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদ বিদায় জানাল এক মহাতারকাকে। ২০১৭-১৮ মৌসুমে হামেস রদ্রিগেজের বিদায়ের পর ১০ নম্বর জার্সিটি গ্রহণ করেছিলেন মদ্রিচ।

তার বিদায়ের মধ্য দিয়ে শুধু একটি অধ্যায়ের ইতি নয়, বরং শূন্য হয়ে পড়েছিল মাঠের মাঝমাঠের হৃদয়, আর এক বিশাল দায়িত্ববাহী নম্বর।

যারা এই নম্বরকে কিংবদন্তি বানিয়েছেন

রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি পরেছেন এমন খেলোয়াড়দের নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। মেসুত ওজিল, ওয়েসলি স্নাইডার, লুইস ফিগো, মাইকেল লাউডরাপ কিংবা ফেরেঙ্ক পুসকাস—এরা সবাই নিজ নিজ যুগের ‘ফুটবল শিল্পী’।

এই নম্বর মানেই মাঠের নেতৃত্ব, কল্পনাশক্তি, ও অতুলনীয় ফুটবল বুদ্ধিমত্তার প্রতিচ্ছবি।

সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে—নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সিতে দেখা যাবে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে। গত মৌসুমে তিনি খেলেছিলেন ৯ নম্বর জার্সিতে।

এবার তিনি এগিয়ে এসেছেন নেতৃত্বের প্রতীক হয়ে ওঠা ১০ নম্বরের ভার বহনের জন্য। এটি শুধুমাত্র নম্বর পরিবর্তন নয়, বরং রিয়াল ড্রেসিংরুমে তার কর্তৃত্ব ও প্রত্যাশার স্পষ্ট ঘোষণা।

চাপ ও প্রত্যাশার মিশেলে এক বিরাট দায়িত্ব

বার্নাবেউতে ১০ নম্বর পরা মানেই অতীতের ছায়া বুকে ধারণ করা। মাঠে নেতৃত্ব, প্রতিপক্ষের রক্ষণে ভয় জাগানো—এসবই এই নম্বরের দাবিদারদের গুণ।

তবে এমবাপ্পে যেন তৈরি হয়ে এসেছেন। মাঠে পারফরম্যান্সে যেমন পরিপক্বতা, তেমনি মাঠের বাইরে তার নেতৃত্বের ভাষা স্পষ্ট, এটি এখন তার দল।

ডিসেম্বরে ২৭ বছর পূর্ণ করতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। মোনাকোর সেই বিস্ময়-বালক এখন সময়ের অন্যতম সেরা তারকা। রোনালদো ও মেসির পরবর্তী উত্তরসূরি হিসেবে তার নাম বহুদিন ধরেই উচ্চারিত হচ্ছে।

তবে এবার তার প্রকৃত চ্যালেঞ্জ—নিজেকে রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তিতে পরিণত করা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!