ঋণে জর্জরিত জাস্টিন বিবার চলছেন স্ত্রীর আয়ে
জুলাই ১৮, ২০২৫, ০৮:১২ পিএম
মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার এই মুহূর্তে আর্থিক সংকটে পড়েছেন। নিজেই ঋণে জর্জরিত, হাতশূন্য অবস্থায় কাটছে তার দিন। এমন অবস্থায় নিজের পুরোনো ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে নেওয়া দেনা শোধ করতেও হিমশিম খাচ্ছেন তিনি। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বিবারের একমাত্র ভরসা স্ত্রী হেইলি বিবারের কসমেটিক ব্র্যান্ড ‘রোড’ বিক্রির অর্থ।
জাস্টিন ও হেইলি...