মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার এই মুহূর্তে আর্থিক সংকটে পড়েছেন। নিজেই ঋণে জর্জরিত, হাতশূন্য অবস্থায় কাটছে তার দিন। এমন অবস্থায় নিজের পুরোনো ম্যানেজার স্কুটার ব্রনের কাছ থেকে নেওয়া দেনা শোধ করতেও হিমশিম খাচ্ছেন তিনি। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বিবারের একমাত্র ভরসা স্ত্রী হেইলি বিবারের কসমেটিক ব্র্যান্ড ‘রোড’ বিক্রির অর্থ।

একটি গণমাধ্যমকে দেওয়া তথ্যমতে, বিবার এরইমধ্যে তার স্ত্রী হেইলির ব্র্যান্ডকে বিক্রি করার চিন্তাভাবনা করছেন। জানা যায়, কোম্পানিটির আনুমানিক মূল্য এক বিলিয়ন ডলার, যার একটি বড় অংশ থেকে হেইলি ও বিবার দম্পতি পেতে পারেন প্রায় ৫০ মিলিয়ন ডলার। সেখান থেকেই পুরোনো দেনা শোধের পরিকল্পনা করেছেন বিবার।
বিবারের সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছে দেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩১ মিলিয়ন ডলার। ২০২২ সালে ‘জাস্টিস ট্যুর’ বাতিল করে বসেন বিবার। সে সময় বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে কাজে বিরতি নিতে হয় তাকে। এতে আয়োজক প্রতিষ্ঠানগুলোর বিশাল আর্থিক ক্ষতির বড় একটি অংশ স্কুটার ব্রন নিজের কোম্পানির মাধ্যমে সামাল দেন।
ট্যুর বাতিলজনিত ক্ষতিপূরণ বাবদ ২৬ মিলিয়ন ডলার এবং অতিরিক্ত কমিশন ১১ মিলিয়ন ডলারের মধ্যে অর্ধেক মাফ করে দেন ব্রন। বাকি দেনার দায় স্বীকার করেছেন বিবার, কিন্তু হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় এখনো তা পরিশোধ করতে পারেননি।

জানা যায়, ২০২৩ সালে বিবার তার গানের সম্পূর্ণ ক্যাটালগ ২০০ মিলিয়ন ডলারে বিক্রি করলেও কর, ব্যবস্থাপক, আইনজীবী ও ব্যক্তিগত খরচ মেটানোর পর প্রায় নিঃস্ব অবস্থায় আছেন তিনি। ফলে বর্তমানে দৈনন্দিন ব্যয়ের ক্ষেত্রেও স্ত্রী হেইলির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন এই তারকা।
আপনার মতামত লিখুন :