৩০ বছর জুতা সেলাই করেছেন কানাই, ছেলেকে করিয়েছেন এইচএসসি পাস
নভেম্বর ২৯, ২০২৪, ০৩:৪২ পিএম
৩০ বছর ধরে জুতা সেলাই করে একমাত্র ছেলেকে আইএ পাস করান। কানাই রবিদাস কাহালু থানার লয়াপাড়া গ্রামে বাবা স্বর্গীয় আদালত রবিদাস এর সঙ্গে বসবাস করতেন। বাবার একমাত্র সন্তান কানাই রবিদাস। তার বাবা আদালত রবিদাসের পেশা ছিলো জুতা সেলাই ও পালিস করা। দরিদ্রতার মাঝে কানাই রবিদাসকে লেখাপড়া করাতে পারে নাই ।...