দ্রোহের কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর জন্মদিন আজ
অক্টোবর ১৬, ২০২৪, ০৫:৪৯ পিএম
“ভলো আছি, ভালো থেকো,আকাশের ঠিকানায় চিঠি লিখোদিও তোমার মালাখানি,বাউলের এই মনটা রে”৮০-৯০ এর দশকে বড় হওয়া বাংলাদেশী খুব কম পাওয়া যাবে যারা উপরের গানটি শুনেন নাই। গানটির স্রষ্টা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ “প্রতিবাদী রোমান্টিক” নামে খ্যাত হলেও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ ও সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়কালে...