৩ বছর বয়সেই দাবার আন্তর্জাতিক খেলোয়াড়ের স্বীকৃতি পেল সর্বজ্ঞ
ডিসেম্বর ৬, ২০২৫, ১১:২৫ এএম
ভারতের দাবা ইতিহাসে এক বিরল মাইলফলক স্থাপন করলেন মাত্র তিন বছরের শিশু দাবাড়ু সর্বজ্ঞ সিংহ কুশওয়াহা। মধ্যপ্রদেশের সাগর জেলার এই প্রতিভাবান শিশুটি আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে (FIDE) থেকে সরকারি রেটিং অর্জন করে সবচেয়ে কম বয়সি দাবাড়ুর রেকর্ড গড়ে ফেলেছেন।
৩ বছর ৭ মাস ২০ দিন বয়সে সর্বজ্ঞ ১৫৭২ রেটিং নিয়ে ইতিহাসে...