ভারতের দাবা ইতিহাসে এক বিরল মাইলফলক স্থাপন করলেন মাত্র তিন বছরের শিশু দাবাড়ু সর্বজ্ঞ সিংহ কুশওয়াহা। মধ্যপ্রদেশের সাগর জেলার এই প্রতিভাবান শিশুটি আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদে (FIDE) থেকে সরকারি রেটিং অর্জন করে সবচেয়ে কম বয়সি দাবাড়ুর রেকর্ড গড়ে ফেলেছেন।
৩ বছর ৭ মাস ২০ দিন বয়সে সর্বজ্ঞ ১৫৭২ রেটিং নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। এর আগে ভারতের অনীশ সরকারের কাছে এই রেকর্ড ছিল। অনীশ সরকার তখন তিন বছর ৮ মাস ১৯ দিনে ফিদে রেটিং অর্জন করেছিলেন।
মধ্যপ্রদেশের একটি নার্সারি-শ্রেণির ছাত্র সর্বজ্ঞ কুশওয়াহা এই রেটিং অর্জন করতে রাজ্য ও দেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। রেটিং পাওয়ার জন্য একজন রেটেড খেলোয়াড়কে পরাজিত করতে হয়। সর্বজ্ঞ তিনজন রেটেড খেলোয়াড়কে পরাজিত করে এই অনন্য মাইলফলক স্পর্শ করেছেন।
বর্তমানে বিশ্বের র্যাপিড দাবায় এক নম্বর স্থানে আছেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন, যার র্যাপিড রেটিং ২,৮২৪। সর্বজ্ঞের ১,৫৭২ রেটিং প্রমাণ করে, বয়সের দিক থেকে তিনি কতটা অদ্বিতীয় প্রতিভার অধিকারী।
ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত সর্বজ্ঞের বাবা সিদ্ধার্থ সিং।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ছেলে বিশ্বের সবচেয়ে কম বয়সি দাবাড়ু হিসেবে ফিদে রেটিং অর্জন করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমরা চাই সে ভবিষ্যতে গ্র্যান্ডমাস্টার হোক।’
ভবিষ্যতে সর্বজ্ঞ বিশ্ব স্তরের টুর্নামেন্টে দেশের পতাকা উঁচু করে নতুন রেকর্ড গড়তে পারে। দাবা বিশ্বে ভারত বর্তমানে অন্যতম পরাশক্তি। দেশটি বিশ্বমঞ্চে নিয়মিত গ্র্যান্ডমাস্টার উপহার দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ডোমরাজু এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের মতো শীর্ষ তারকারা। সেই তালিকায় ভবিষ্যতে হয়তো যুক্ত হতে যাচ্ছে সর্বজ্ঞ সিং কুশওয়াহা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন