সবজির দামে পুড়ছে ক্রেতা
অক্টোবর ১০, ২০২৫, ১১:৩৭ পিএম
রাজধানীর উত্তরার বিডিআর বাজারে গতকাল শুক্রবার সকালে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী নাহিদ ইসলাম। সবজি, মাছ, মুরগিসহ বিভিন্ন দোকান ঘুরে কিনতে পারছিলেন না কিছু। অবশেষে দরদাম করে কিনলেন কয়েক পদের সবজি, দুটো রুই মাছ এবং তিনটি ব্রয়লার মুরগি। কেনাকাটার একপর্যায়ে কথা হয় তার সঙ্গে। মুখ বেজার করে তিনি বলেন, ‘সব কিছুর এত...