রাজবাড়ীতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। কয়েকদিন আগে স্থিতিশীল হতে শুরু করা বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। এক লাফে ১৫০ টাকায় পৌঁছানো দামে দিশেহারা ক্রেতারা অভিযোগ করছেন, প্রশাসনিক নজরদারির অভাবে সিন্ডিকেট সক্রিয় হয়ে পেঁয়াজের বাজার গরম করেছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজবাড়ীর জেলার বাজার ঘুরে দেখা যায়, পুরাতন ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ১৪০ টাকা, মাঝারি ও ছোট পেঁয়াজ ১২০–১৩০ টাকা, এবং নতুন মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০–১০০ টাকায়। মাত্র এক মাস আগে যে দাম নেমে এসেছিল ৮০–৯০ টাকায়, হঠাৎ সেই বাজারে ফের উর্ধ্বমুখী চাপ দেখা দিয়েছে।
ক্রেতা লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাজারে পেঁয়াজ আছে, তবু বিক্রেতারা ইচ্ছামতো দাম রাখছে। মাসখানেক আগেও বাড়তি দামে বিক্রি করেছিল, আজ দেখি এক লাফে ১৫০ টাকা! দেখার মতো কেউ নেই।’
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ‘উৎপাদন অঞ্চলে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি দরে প্রভাব পড়ছে।’
ব্যবসায়ী করিম জানান, ‘মুড়িকাটা পেঁয়াজ আসতে শুরু করেছে, তবে খুব অল্প পরিমাণে। সরবরাহ বাড়লে দাম কমবে, আমদানি বেড়ালেও বাজার স্থিতিশীল হবে।’
এদিকে বাজারে সবজি সরবরাহ স্বাভাবিক হওয়ায় শীতের সবজিসহ বেশিরভাগ সবজির দাম কমে এসেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) মো. মাহমুদুল হাসান বলেন, ‘সব ধরণের সবজির দাম কমে এলেও পেঁয়াজের বাজারে অস্থিরতা রয়েছে। নতুন পেঁয়াজ ধীরে ধীরে বাড়ছে, কয়েক দিনের মধ্যে দাম স্বাভাবিক হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং জরিমানাও করা হচ্ছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন