জয়ন্ত কুমারের ‘এক বিষাদের গান’
ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০১:০১ পিএম
প্রেমে পড়লে মানুষ মুগ্ধতায় সব রকমের ভুল করে ফেলে হেসেখেলে। প্রেমিকার এলো চুলে কাঠগোলাপের ফুল ফোটাতেও কার্পণ্য করে না, প্রেমিকের পাগল মন। প্রেমিকের পাগলামীর সেসব অনুভূতি উঠে এসেছে ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার অন্যতম বিজয়ী প্রতিযোগী জয়ন্ত কুমারের গানে। নিজের লেখা, নিজের সুর আর নিজের কণ্ঠে ‘এক বিষাদের গান’ শিরোনামে...