চার দশক পর সোলসের সঙ্গে নকীব খান
সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৬:১৮ পিএম
চার দশক পর আবারও সোলসের সঙ্গে পারফর্ম করলেন বরেণ্য কণ্ঠশিল্পী ও সুরকার নকীব খান। রেনেসাঁ ব্যান্ডের এই তারকা সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘গানে গানে বাংলাদেশ’ কনসার্টে অংশ নেন। সেখানেই তার সাবেক ব্যান্ড সোলসের সঙ্গে একমঞ্চে পারফর্ম করেন। শোনান তার জনপ্রিয় বেশ কিছু গান।নকীব খান জানান, সোলসের শিল্পী, মিউজিশিয়ানদের সঙ্গে দেশে অনেক...