চৌগাছায় কৃষকের ৩ টাকার সিম হাত বদলেই ৩০!
জানুয়ারি ১০, ২০২৫, ০৫:৩৩ পিএম
যশোরের চৌগাছায় প্রতি কেজি সিম তিন থেকে চার টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। অথচ কৃষকের কাছ থেকে তিন টাকায় কেনা সেই সিম হাত বদলে বাজারের মধ্যেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। অপরদিকে, মুলা’র সরবরাহ কম থাকলেও প্রতি কেজি পাইকারি বিক্রি হয়েছে এক টাকা কেজি। সেই মুলাও হাত বদলে...