দৃষ্টি থাকা সত্ত্বেও ‘অন্ধ’ সেজে সোনা জয়
মে ১৮, ২০২৫, ০৭:০৬ পিএম
২০২০ সালের টোকিও প্যারালিম্পিকে জুডো ডিসিপ্লিনে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন আজারবাইজানের শাহানা হাজিয়েভা। দৃষ্টিহীন নারী অ্যাথলেট হিসেবে ৪৮ কেজি বিভাগে তার এই সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল।
তবে সম্প্রতি প্রতারণার অভিযোগে সেই সোনালী পদক কেড়ে নেওয়া হচ্ছে এবং আজীবন নির্বাসনের খাঁড়া ঝুলছে এই অ্যাথলেটের উপর।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য...