২০২০ সালের টোকিও প্যারালিম্পিকে জুডো ডিসিপ্লিনে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন আজারবাইজানের শাহানা হাজিয়েভা। দৃষ্টিহীন নারী অ্যাথলেট হিসেবে ৪৮ কেজি বিভাগে তার এই সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল।
তবে সম্প্রতি প্রতারণার অভিযোগে সেই সোনালী পদক কেড়ে নেওয়া হচ্ছে এবং আজীবন নির্বাসনের খাঁড়া ঝুলছে এই অ্যাথলেটের উপর।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্যারালিম্পিকের স্বর্ণপদক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দৃষ্টিহীন ক্রীড়াবিদ হিসেবে বহু সাফল্য অর্জন করেছেন ২৫ বছর বয়সী শাহানা হাজিয়েভা।
তবে গত মাসেই এক পরীক্ষায় তার প্রতারণা ধরা পড়ে। বিশ্ব প্যারা জুডো চ্যাম্পিয়নশিপের জন্য বুদাপেস্টে অত্যাধুনিক চক্ষু পরীক্ষায় অংশ নেন তিনি।
সেখানেই চিকিৎসকরা নিশ্চিত করেন যে, শাহানা হাজিয়েভার চোখে কোনো সমস্যা নেই। এই পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্ব প্যারা জুডো চ্যাম্পিয়নশিপে তার অংশগ্রহণের স্বপ্ন ভেঙে যায়।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ব জুডো সংস্থা। তারা শাহানা হাজিয়েভার জেতা সমস্ত পদক কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, তাকে আজীবন যেকোনো ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইপিসি) জানিয়েছে, টোকিও প্যারালিম্পিকে শাহানা হাজিয়েভার ইভেন্টে রুপোজয়ী ফ্রান্সের স্যান্ড্রিন মার্টনেটকে স্বর্ণপদক প্রদান করা হবে। ব্রোঞ্জপদক জয়ী রাশিয়ার ভিক্টোরিয়া পোটাপোভা পাবেন রুপা।
তবে অপর ব্রোঞ্জপদক জয়ী ইউক্রেনের ইউলিয়া হালিনস্কা তার ব্রোঞ্জপদকই ধরে রাখবেন, কারণ পয়েন্টের হিসেবে তিনি দ্বিতীয় স্থানাধিকারীর থেকে পিছিয়ে ছিলেন।
দৃষ্টিহীনতার মিথ্যা পরিচয় দিয়ে প্যারালিম্পিকের মতো সর্বোচ্চ ক্রীড়া মঞ্চে প্রতারণার এই ঘটনা বিশ্ব ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড় তুলেছে।
আপনার মতামত লিখুন :