ভিনদেশি ফুল চাষে সফল ময়মনসিংহের মহর আলী
ডিসেম্বর ১৯, ২০২৪, ১১:১২ এএম
ময়মনসিংহে ভিনদেশি ‘লিলিয়াম’ ফুল চাষে সাফল্য পেয়েছেন জেলার মুক্তাগাছা উপজেলার আধপাখিয়া গ্রামের মহর আলী। প্রথমবারেরর মতো পরীক্ষামূলক ভাবে লিমিয়াম ফুলের চাষ করেই সফলতা পেয়েছেন তিনি।সম্প্রতি উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন ফুলের বাগানটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা বলেন, ‘সাধারণত শীতপ্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি রঙের...