বাকৃবির বোটানিক্যাল গার্ডেন: প্রকৃতির এক নীরব পাঠশালা
এপ্রিল ৫, ২০২৫, ০৫:৩২ পিএম
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীর ঘেষে অবস্থিত সবুজে ঘেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের এক বিশেষ আকর্ষণ হলো বোটানিক্যাল গার্ডেন। একটুখানি প্রশান্তি খুঁজতে, উদ্ভিদের অপরিসীম বৈচিত্র্য বুঝতে কিংবা গবেষণার অনুপ্রেরণা নিতে এ গার্ডেনের জুড়ি মেলা ভার। এখানে প্রকৃতি যেন নিজেই রঙের তুলি হাতে একেকটি পাতা, ফুল ও গাছের গায়ে শিল্পকর্ম এঁকে...