উপহারের জাদুকর
ডিসেম্বর ২৫, ২০২৪, ০৩:৪৬ পিএম
শীতের গভীর রাতে, চারপাশ নীরব, আপনি হয়তো ঘুমে; তখন দূর থেকে ভেসে এসেছিল ঘণ্টাধ্বনি। শুনতে পেয়েছিলেন? কুয়াশার চাদরে ঢাকা পথ পেরিয়ে, এক অদ্ভুত বুড়ো ছুটে চলেছে তার স্লেজ নিয়ে। লাল পোশাক, সাদা দাড়ি আর ঝুলিতে উপহারের ভার। কে এই রহস্যময় বুড়ো? কেউ বলে তিনি স্বপ্ন, কেউ বলে গল্প। তবে বিশ্বাসের...