ভারতে ৪ লাখের বেশি ভিক্ষুক, সবচেয়ে ধনী জৈন
মার্চ ২৮, ২০২৫, ১০:০৪ এএম
ভারত জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক হিসেবে উল্লেখ করা হয়। কারণ তার সম্পদের পরিমাণ ৭.৫ কোটি রুপি। তার কাহিনী ভারতে ভিক্ষাবৃত্তির রমরমাকে তুলে ধরে, যেখানে বহু মানুষ উপার্জনের পথ হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নেন। তার কারণ এটি আরও ভালো আর্থিক আয় প্রদান করে।ভারত জৈন ছত্রপতি মহারাষ্ট্রের শিবাজি মহারাজ টার্মিনাস এবং আজাদ...