ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করায় মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী
জুলাই ১৬, ২০২৫, ০৫:২১ পিএম
দীর্ঘদিন ধরে খাদ্য সংকট রয়েছে ফিদেল কাস্ট্রোর দেশ কিউবায়। এ কারণে দেশটির অনেক মানুষকে ময়লার ভাগাড়ে গিয়েও খাদ্যের খোঁজ করতে দেখা যায় । কিন্তু শ্রমমন্ত্রী মার্তা দাবি করেছেন, যারা ময়লার ভাগাড়ে যান তারা ময়লা সংগ্রহ করে সেগুলো বিক্রি করে সহজে অর্থ আয় করেন। এটা তাদের পেশা।
এ সময় কিউবায় কোনো খাদ্য সংকট...