যেভাবে এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করবেন
জুলাই ৩০, ২০২৫, ১১:১২ এএম
ডিপফেইকসহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করা দিন দিন কঠিন হয়ে উঠছে। শুধু মুখভঙ্গি, চোখের অস্বাভাবিক নড়াচড়া কিংবা ব্যাকগ্রাউন্ডে অদ্ভুত ছায়া দেখেই এসব ভিডিও শনাক্ত করা এখন আর যথেষ্ট নয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট MakeUseOf এক প্রতিবেদনে জানায়, অনেক এআই ভিডিও এমনভাবে তৈরি হয় যা এক নজরে সত্য বলেই মনে হয়।...