ঠোঁট নীল হয়ে গিয়েছিল: মাধুরী দীক্ষিত
নভেম্বর ১৭, ২০২৪, ১২:০৯ পিএম
বাণিজ্যিক সিনেমা মানেই তাতে বেশ কিছু দৃশ্য খুব চেনা পরিচিত হয়ে ওঠে। অন্তত একটা সময় সেই ছকে বেঁধেই সিনেমাগুলোকে তৈরি করা হতো। যেখানে নায়ক-নায়িকার প্রেম থাকবে, প্রেমের মাঝে সমস্যা থাকবে, ভিলেন থাকবে, বেশ কয়েকটি বিদেশে শুটিং হওয়া গান থাকবে, কিংবা কোনও পাহাড় কোলে আঁচল উড়িয়ে অভিনেত্রীদের রোম্যান্স থাকবে, থাকবে আইটেম...