বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১১:৫২ এএম

কুখ্যাত নারী সিরিয়াল কিলার মাধুরী দীক্ষিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ১১:৫২ এএম

মাধুরী দীক্ষিত।   ছবি - সংগৃহীত

মাধুরী দীক্ষিত। ছবি - সংগৃহীত

অভিনেত্রী মাধুরী দীক্ষিত ছোট পর্দায় ফিরছেন নতুন অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’-এর মাধ্যমে।

বুধবার (১৯ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। টিজারে দেখা গেছে এমন এক নাটকীয় টুইস্ট, ‘যা কেউ কল্পনাও করেনি’।

২০ সেকেন্ডের টিজারটিতে প্রথমে দেখা যায় মাধুরী ধীরে ধীরে গয়না ও মেকআপ খুলছেন। হঠাৎ দৃশ্যটি কাট হয়ে দেখা যায় তাকে কারাগারের পোশাকে, মুখে রহস্যময় চাহনি ও হালকা হাসি নিয়ে। টিজারটি ইঙ্গিত দিচ্ছে, সিরিজে তাকে দেখা যাবে এক ভয়ংকর সিরিয়াল কিলারের চরিত্রে- যা তার ক্যারিয়ারের অন্যতম অন্ধকারাচ্ছন্ন ভূমিকা হিসেবে উল্লেখযোগ্য।

এর আগে সকালে মাধুরী ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দেন, যেখানে তার জনপ্রিয় গানের লাইনগুলো নতুনভাবে সাজানো হয়েছিল- ‘এক দো তিন চার পাঁচ ছয় সাত আট’, ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি’- যার সঙ্গে লেখা ছিল ‘কামিং সুন’। পোস্টটি ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি করেছে।

আইফা অ্যাওয়ার্ডসে সিরিজটি নিয়ে কথা বলতে গিয়ে মাধুরী বলেন, ইচ্ছে করে কিছু আলাদা করার চেষ্টা ছিল না। চরিত্রটি আমার কাছে এসেছে, আর আমি ভেবেছিলাম- এটা এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। আমি ভীষণভাবে মুখিয়ে আছি।

‘মিসেস দেশপান্ডে’-এর নির্মাতা নাগেশ কুকুনুর এবং এটি ফরাসি থ্রিলার ‘লা মান্তে’–এর অফিসিয়াল রিমেক।

মূল গল্পে দেখা যায়, এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার তার অনুকরণকারী খুনিকে ধরতে সাহায্য করার শর্ত হিসেবে দাবি করে- সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গে কাজ করবে। এই অস্বস্তিকর সহযোগিতা তৈরি করে টানটান নাটকীয়তা।

সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, মাধুরী দীক্ষিতকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায়।

রূপালী বাংলাদেশ

Link copied!