হুমকির মুখে গুগল ক্রোম ব্যবহারকারীরা!
জুলাই ১৮, ২০২৫, ০৬:৪৪ পিএম
সম্প্রতি গুগল নিশ্চিত করেছে, তাদের বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার Google Chrome-এ ভয়াবহ এক জিরো-ডে (Zero-Day) নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এই ত্রুটি ইতোমধ্যে সাইবার অপরাধীরা কাজে লাগাচ্ছে, ফলে Chrome ব্যবহারকারীদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। শুধু সফটওয়্যার আপডেট করলেই নিরাপত্তা নিশ্চিত হবে না, আপনাকে অবশ্যই রিস্টার্ট করতে হবে ব্রাউজারটি।
CVE-2025-6554: কী এই...