সাতক্ষীরার বিভিন্ন থানা থেকে হারিয়ে যাওয়া ১০৮টি মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইনের ড্রিল অনুষ্ঠানে মোবাইল ফোন এবং ডিজিটাল লেনদেনে প্রতারিত অর্থ প্রকৃত ভুক্তভোগীদের কাছে বুঝিয়ে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘ডিজিটাল অপরাধ দমন এখন পুলিশের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব।’
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক সাফল্য সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ২১টি হ্যাক হওয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার ৮ জন নারীর সহয়তা প্রদান সহ।
এ ছাড়া ১০৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। একই সময়ে ডিজিটাল লেনদের মাধ্যমে প্রতারিত হওয়া ৩ লক্ষ ৬০হাজার ২৬০টাকা প্রকৃত গ্রাহকদের হস্তান্তর করা হয়েছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি) মিঠুন সরকার, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন