ঢাকা মাতালেন রাহাত ফতেহ আলী খান মঞ্চ থেকে হাসিনার ফাঁসি দাবি তুললেন জুলাইয়ে আহতরা
ডিসেম্বর ২২, ২০২৪, ১২:২৬ এএম
সুফি সংগীতে ফাতেহ আলী খান পরিবার গত কয়েক দশক যাবত গোটা উপমহাদেশের সুরপিয়াসিদের হৃদয় নিয়ন্ত্রণ করছেন নিজেদের সুরের লহমায়। আর সেই পরিবারের সদস্য রাহাত ফাতেহ আলী খান এদেশে আসবেন আর গাইবেন সেটা অবশ্যই বাংলাদেশি সংগীত সমঝদারদের জন্য নিঃসন্দেহে আরাধ্য। সুর যখন হৃদয় ছুঁয়ে যায়, ধ্যানমগ্ন করে, হৃদয়ের গহীনে ভালোবাসার অনুরণন...