একটি ভিডিওই কাল হলো এই বাঙালি অভিনেত্রীর
আগস্ট ১০, ২০২৫, ১১:৪৬ পিএম
রূপে লাবণ্যে বাজিমাত করে বলিউডে আগমন তার। ফাল্গুনী পাঠকের হিট গান ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’-তে ঝলমলে লুক আর খুনশুটি ভরা হাসি দিয়ে রাতারাতি হার্টথ্রব হয়ে উঠেন। ২০০১-এর ‘স্টাইল’ সিনেমা তার ক্যারিয়ারে রকেটের গতি এনে দেয়—প্রযোজক-পরিচালকরা তখন লাইন দিয়ে দাঁড়িয়ে, তাকে সই করানোর জন্য! দক্ষিণী ছবির দরজাও খুলে যায়, ম্যাগাজিন কাভারেও তিনি যেন...