বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৫:১৫ পিএম

‘ভারতে প্রতি ২ মিনিটে একটি ধর্ষণ হচ্ছে’

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৫:১৫ পিএম

রাইমা ও রিয়া সেন। ছবি: সংগৃহীত

রাইমা ও রিয়া সেন। ছবি: সংগৃহীত

রিয়া সেন ও রাইমা সেন। টলিউড থেকে বলিউড কাঁপাচ্ছেন সিনেপাড়ার এই দুই বোন। দুর্গাপূজায় সাধারণত থাকা হয় কলকাতার বাইরে। এবার প্রথম কলকাতায় থাকলেন রিয়া সেন। তাই বোনের সঙ্গে সিঁদুর খেলায় প্রথমবার সামিল হলেন রাইমা। এবারের পূজা নিয়ে তাদের কী মত।

রাইমা সেনের কথায়, ‘আমি প্রথবার সিঁদুর খেলায় অংশ নিলাম, তাও আবার রিয়ার সঙ্গে। ও সাধারণত পূজাতে কলকাতায় থাকে না। কিন্তু এবার ও আছে। সিঁদুর খেলা বাঙালিদের কাছে দোল উৎসের মতই বলে আমার মনে হয়।’ পাশে বসে থাকা রিয়ার দিদির সুরে সুর মিলিয়ে বললেন, ‘আমি সত্যি প্রথমবার সিঁদুর খেলতে এসেছি। দেখা যাক, আমি খুব উত্তেজিত।’

তবে এবার পূজা খানিকটা আলাদা। গোটা রাজ্যবাসীর কাছে এ এক যন্ত্রণার মুহূর্ত। তবে সত্যি কি উৎস থেকে মুখ ফিরিয়ে নেওয়া গেল? আর আরজি কর প্রসঙ্গ উঠতেই রাইমা বললেন, ‘নিশ্চয়ই এই পূজাটা অন্যরকমের। পূজার আয়োজন কিছুটা ছোট হয়েছে। তবে আমি মনে করি পূজা কেন্দ্র করে অনেকের জীবনযাপন নির্ভর করে। ফলে উৎসবে না থাকাটাও কোথাও গিয়ে অন্যায়। তার মানে আমি এটা বলছি না আরজি কর কাণ্ডকে এড়িয়ে চলুন। পূজা সকলের জন্য, কিছু মানুষের উপার্জন জড়িয়ে থাকে এর সঙ্গে। ফলে আমাদের অংশ নেওয়া উচিত।’

বিষয়টা শুনে মোটেও এড়িয়ে গেলেন না রিয়া। তার মতে, ‘দুর্গাপূজা অনেক মানুষের রোজগারের পথ। শিল্পী থেকে শুরু করে বিভিন্ন শিল্প। কলকাতার অর্থনৈতিক ব্যবস্থার জন্য এটা ভালো। ভারতে তো প্রতি দুই মিনিটে একটা ধর্ষণ হচ্ছে। ফলে গোটা রাজ্য কিংবা গোটা দেশকে আমরা থামিয়ে দিতে পারি না আমাদের এগিয়ে যেতে হবে। আশা রাখতে হবে, এটা যাতে দ্বিতীয়বার না ঘটে। ফলে সেই লড়াইকে সাপোর্ট করতে হবে।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!