আরফান হোসাইন রাফি’র কবিতা আগরবাতির সংসার
সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১২:৫৪ পিএম
আরফান হোসাইন রাফি আগরবাতির সংসার মাথার উপর দিয়েউড়ে গেল কাক— আমাদের আগরবাতির সংসার।হাঁড়ি ভাঙার শব্দ নেই,নেই কোন তানপুরার সুর;গোরের অন্ধকারে তুমি আমি পাশাপাশি,আমাদের এক বিরল দুপুর।কচু পাতার করতলেস্বচ্ছ ডোবায়, স্নান শেষে ফেলে যাওয়াবেদনা তোমার;আমাদের আগরবাতির সংসার।নেই কোন অভিযোগ,তোমার,আমার— লজ্জাবতী বৃক্ষের মতো, আমাদের আগরবাতির সংসার।...