লিংকিন পার্ক আসছে প্রতিবেশী দেশ ভারতে, বাংলাদেশে কবে?
আগস্ট ২৮, ২০২৫, ০৬:২৩ পিএম
আমেরিকান রক ব্যান্ড লিংকিন পার্কের পদচারণায় এবার মাততে চলেছে প্রতিবেশী দেশ ভারত। প্রথমবারের মতো তারা ললাপালুজা ইন্ডিয়া ২০২৬ উৎসবের মঞ্চে উঠতে যাচ্ছে। জানুয়ারি ২৫, ২০২৬ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে অনুষ্ঠিত হবে এই মহোৎসব।
একটি নিউজলেটারে ভক্তদের উদ্দেশে ব্যান্ডের পক্ষ থেকে পোস্টার শেয়ার করেই এই তথ্য জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে উৎসবের টিকিট...