৩১ মে রাতে মিউনিখের আলিয়ানৎস অ্যারেনা একসঙ্গে দেখল দুই পারফর্ম্যান্স- একদিকে মাঠ পিএসজি'র ঝলকানি, অন্যদিকে মঞ্চে লিংকিন পার্কের আগুন।
ইউরোপীয় ক্লাব ফুটবলের রাজকীয় লড়াই চ্যাম্পিয়নস লিগ ২০২৫-এর ফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ৫-০ ব্যবধানে চূর্ণ করে দেয় ইন্টার মিলানকে।
তবে ম্যাচ শুরুর আগে প্রাক-ফাইনাল পারফরম্যান্সে মঞ্চে ওঠে আমেরিকান রক ব্যান্ড লিংকিন পার্ক। সঙ্গে ছিলেন নতুন ভোকালিস্ট এমিলি আর্মস্ট্রং।

‘দ্য এম্পটিনেস মেশিন’, ‘ইন দ্য এন্ড’, ‘নাম্ব’ এবং ‘হেভি ইজ দ্য ক্রাউন’- এই চারটি গানে চড়া ভলিউমে গর্জে ওঠে মঞ্চ।
‘নাম্ব’-এর এক বিশেষ রিমিক্স পরিবেশনে ফুটবল-দর্শকদের কানে বাজে স্টেডিয়ামের চিৎকার, শিস আর গোলের উল্লাসের শব্দ, যা গানের সঙ্গে মিশে তৈরি করে অন্য এক আবহ।
তবে এই পরিবেশনা নিয়ে শুরু হয়েছে দুই রকম সুর। নেদারল্যান্ডসের সাবেক কিংবদন্তি ফুটবলার মার্কো ভ্যান বাসটেন এক গণমাধ্যমকে বলেন, ‘এই শোটা ছিল একদম বাজে।’
যদিও ভক্তদের একাংশ উল্টো প্রশংসায় ভরিয়ে দেন লিংকিন পার্কের কামব্যাক এবং এমিলির আগমনের জন্য। এক ভক্তের মন্তব্য, ‘এটা যেন পুরোনো লিংকিন পার্কের নতুন রূপ।’
দীর্ঘ বিরতির পর এই প্রথম বড় কোনো মঞ্চে পারফর্ম করল লিংকিন পার্ক। তাই শুধু ফুটবল নয়, সংগীত জগতের কাছেও এই রাতটা ছিল বিশেষ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন