জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও সংগীতশিল্পী আসিফ আকবরের পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া। সানীকে ‘নারী শাসিত পুরুষ’ সম্বোধন করায় চটে গিয়ে আসিফকে ‘বেয়াদব’ বলেছেন ওমর সানী।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে আসিফ আকবরের মন্তব্য ওমর সানীকে ব্যতিব্যস্ত করে তোলে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় আসিফ আকবরকে এক হাত নেন ওমর সানী।
ওমর সানী বলেন, ‘‘আমি শুধু ‘চেয়ারের গরম’ নিয়ে মন্তব্য করেছিলাম। ওর ব্যক্তিগত জীবন, পরিবার–পরিজন—এসব নিয়ে কখনো কথা বলিনি। ও কি করে, কি না করে, সবই জানি, কিন্তু আমি কোনোদিন ওর নোংরা জীবন বা ভালো জীবনের কথাও বলিনি। পরিবারকে তো ছুঁয়েও যাইনি। শুধু চেয়ারের প্রসঙ্গ তুলেছি।’’
তিনি আরও বলেন, ‘‘আসিফ আপনি মাছরাঙ্গা টিভিতে আমার সম্পর্কে বললেন যে, আমি নাকি নারীশাসিত। আসিফ, তুই মৌসুমীকে গিয়ে জিজ্ঞেস কর, আমার অবস্থান কোথায়! আমার ব্যক্তিজীবন নিয়ে তোর কথা বলার কী দরকার? সমালোচনা কর, বলতে চাইলে আমার বক্তব্য নিয়ে বল, চেয়ার নিয়ে বল। কিন্তু আমার ‘চাপ’ নিয়ে কথা বলিস এবং আমার সংসার, আমার জীবন নিয়ে কেন কথা বলিস?।’’
ওমর সানীর কণ্ঠে ক্ষোভ আরও বাড়তে থাকে। তিনি বলেন, ‘তুই আমার সম্পর্কে কথা বলিস? তোর অবস্থা কি? তুই মৌসুমীর সামনে, আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে পারবি? আমি আজ ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে চলে আয়, সামনে কথা বল।’
গায়ক আসিফ আকবরকে উদ্দেশ্য করে ওমর সানী আরও বলেন, ‘আমি তোরে তুমি করে, আপনি করে, সম্মান রেখেই বলছি। পুরো বাঙালি জাতিকে চ্যালেঞ্জ দিলাম, কোথায় আমি তোর ব্যক্তিজীবন নিয়ে একটি শব্দ বলেছি? তুই তো আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে বাজে বাজে কথা বলিস, প্রেগনেন্ট হয়ে যাও, এমন কথাও বলিস। তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই আমাকে নিয়ে কথা বলিস?
শেষে আসিফ আকবরের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে তিনি বলেন, ‘আসিফ, ভালো হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে। বয়স হইছে। ভাবী খুব ভালো মানুষ। বাচ্চারা ভালো। নাতি-নাতনির দাদা হইছিস, ভদ্র হ। ব্যক্তি জীবন নিয়ে কথা বলিস না। এটা ভালো না। আমি আছি কি নেই, তোর ম্যাডামরে গিয়া জিজ্ঞেস কর।’
উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে গায়ক আসিফ আকবর ওমর সানীকে নিয়ে মন্তব্য করে বলেন, ‘ওনি (ওমর সানী) আসলে সহজ সরল মানুষ। ওনি নিজেই সংসার ঠিকমতো করতে পারতেছে না। ওনি একজন নারীশাসিত পুরুষ। ফেসবুকটা ওনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওনার যেটা মনে হয় সেটা ওনি গাধার মতো বলতে থাকে। ওনাকে নিয়ে কথা না বলাই ভালো।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন