চলতি বছরের আলিম ও দাখিল পরীক্ষায় ফল বিপর্যয়ের ঘটনাকে ‘চিন্তাজনক’ উল্লেখ করে দেশের ১১১টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি কেন বাতিল করা হবে না তা লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. ছালেহ আহমদের সই করা পৃথক দুটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, আলিম ও দাখিল পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয়জনক পরিস্থিতি বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ অবস্থায় কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল করা হবে না, তা ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আলিম পরীক্ষায় শূন্য শতাংশ পাস পাওয়া মাদ্রাসার তালিকায় রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, কুমিল্লা, নড়াইলসহ বিভিন্ন জেলার ২৫টি প্রতিষ্ঠান।
এ ছাড়া, বাওনিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা (পল্লবী, ঢাকা), মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা (মোহাম্মদপুর, ঢাকা), আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা, মাসাদগাঁও এ.এল.কে. আলিম মাদ্রাসা, ভবানীপুর বেতবাড়ী উইমেন ফাজিল মাদ্রাসা, কনাবাড়ি ইসলামিয়া গার্লস দাখিল মাদ্রাসা, মালমারা ইসলামিয়া আলিম মাদ্রাসা, আলীগঞ্জ দুরুস সুন্নাত আলিম মাদ্রাসা, বাঘাবাড়ি ফাজিল মাদ্রাসা, ভালকা জয়পুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা, শাহেবপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা।
অন্যদিকে দাখিল পরীক্ষায় শূন্য পাস পাওয়া মাদ্রাসার তালিকা আরও বড়। সারা দেশের ৮৬টি মাদ্রাসা এ তালিকায় রয়েছে। টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজারসহ প্রায় সব অঞ্চলের প্রতিষ্ঠান রয়েছে এ তালিকায়।
প্রতিষ্ঠাগুলোর মধ্যে রয়েছে: গাছবারী উত্তরপাড়া দাখিল মাদ্রাসা (টাঙ্গাইল), বড়াইগ্রাম দারুল উলুম দাখিল মাদ্রাসা, আমৃতপুর দাখিল মাদ্রাসা, কাদাই বদলা এ. হামিদ দাখিল মাদ্রাসা, পঞ্চগ্রাম জন্নাতুল নুরি দাখিল মাদ্রাসা, রাজিবপুর বটতলা মহিলা দাখিল মাদ্রাসা, টেটুলিয়া দাখিল মাদ্রাসা, করুণা হাসানিয়া আলিম মাদ্রাসা, উত্তম নালবিলা মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা (মহেশখালী, কক্সবাজার), প্রভৃতি।
নোটিশে শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন