সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) নির্বাহী সদস্য, দৈনিক মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিবিসাসের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রহিম শেখসহ নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। শোকসপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন। আমীন।
উল্লেখ্য, তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন