নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুরে বেড়ানোর কথা বলে নিজ বাসায় নিয়ে শালিকে ধর্ষণের চেষ্টার ঘটনায় দুলাভাই মো. মাসুদকে (৩০) আটক করেছে পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মফিজুর রহমান।
গ্রেপ্তার মো. মাসুদ ফরিদপুর সদর উপজেলার চন্দ্রপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এরআগে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা প্রায় পৌনে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের উত্তর আজিবুর এলাকায় অভিযুক্তের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেড়ানোর কথা বলে ভুক্তভোগীকে নিয়ে অভিযুক্ত মো. মাসুদ উত্তর আজিবুর এলাকায় তার ভাড়া বাসায় যান। বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন অভিযুক্ত। পরবর্তীতে ধর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
পরে ভুক্তভোগী ভয় পেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পরলে তার পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চান। ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের কাছে খুলে বললে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করেছি। ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

-20251208150959.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন