সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:৩৮ পিএম

দুধের সঙ্গে যে খাবারগুলো খেলেই হতে পারে মারাত্মক বিপদ!

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দুধ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এবং খনিজ পদার্থ যা হাড় মজবুত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তি দেয়। তবে কিছু খাবারের সঙ্গে মিলিয়ে খেলে তা শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ভুল খাবারের সঙ্গে দুধ খেলে হজমে সমস্যা, পেট ফোলা, অ্যালার্জি বা এমনকি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুধের সঙ্গে মিশে যে খাবারগুলো শরীরে আনতে পারে মারাত্মক বিপদ—

১. কলা — পেট ভারী, শরীরে বিষক্রিয়ার আশঙ্কা

কলা যেমন পেট ভরায়, দুধও তেমনি উচ্চপ্রোটিন সমৃদ্ধ। কিন্তু দুটো একসঙ্গে খাওয়া বড় ভুল! একসঙ্গে খেলে হজম হতে দীর্ঘ সময় লাগে, পেটে গ্যাস, ভারী ভাব ও তন্দ্রা দেখা দেয়। অনেক ক্ষেত্রে খাবার জমাট বেঁধে পেটে অস্বস্তি ও বমির সমস্যা পর্যন্ত হতে পারে।

২. লেবুজাতীয় ফল — পেটে জমাট, অ্যাসিডিটি ও অ্যালার্জির ঝুঁকি

লেবু, মাল্টা, কমলা—এগুলো দুধের সঙ্গে খেলে বিপদ বাড়ে। ভিটামিন–সি ও সাইট্রিক অ্যাসিড দুধের সঙ্গে বিক্রিয়া করে জমাট বাঁধে। এতে অ্যাসিড রিফ্লাক্স, তীব্র গ্যাস্ট্রিক, ডায়রিয়া এবং শ্বাসকষ্টের মতো অ্যালার্জিও হতে পারে।

৩. মাছ ও মাংস — হজমের মারাত্মক গোলযোগ

মাছ ও মাংসে আছে প্রাণীজ প্রোটিন, যা দুধের প্রোটিনের সঙ্গে মিশে শরীরে ভারসাম্য নষ্ট করে দেয়। ফলাফল—হজমে সমস্যা, পেটব্যথা, বমি, বমিভাব এবং কখনো কখনো তীব্র অস্বস্তি। দুটোই আলাদা আলাদা হাই-প্রোটিন খাবার, তাই একসঙ্গে খেলে শরীরের ওপর চাপ পড়ে।

৪. তরমুজ — তৈরি হতে পারে টক্সিন, বাড়ে ডায়রিয়ার ঝুঁকি

তরমুজে পানি অনেক বেশি। দুধের সঙ্গে মিশলে শরীরে তৈরি হয় টক্সিন। এতে ফুড অ্যালার্জি, পেট খারাপ এবং ডায়রিয়ার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। তাই তরমুজ খাওয়ার আগে–পরে দুধ খাওয়া কঠোরভাবে নিষেধ।

৫. মুলা — অ্যাসিডিটির ঝড় তুলতে পারে

মুলা শরীরে তাপ সৃষ্টি করে, আর দুধ ঠান্ডা প্রকৃতির। দুটো এক সঙ্গে খেলে পেটে তীব্র অ্যাসিড রিফ্লাক্স, ব্যথা ও ফাঁপা সৃষ্টি হয়। তাই মুলা খাওয়ার অন্তত ৩ ঘণ্টা পর দুধ পান করা উচিত।

৬. চকোলেট — ওজন বাড়া, ডায়াবেটিসের ঝুঁকি

চকোলেট ও দুধ একসঙ্গে অনেকের প্রিয় হলেও কোকোতে থাকা অক্সালেট দুধের ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। এতে ওজন দ্রুত বাড়তে পারে, এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে।

৭. ফাস্টফুড — হজম ব্যাহত, অস্বস্তি বাড়ে

পিজ্জা, বার্গার বা ভারী তেল–মসলার খাবার খাওয়ার পর দুধ খেলে হজম প্রক্রিয়া ভীষণভাবে ধীর হয়ে যায়। দুধে থাকা ফ্যাট ও ফাস্টফুডের তেল মিলে পেটে অস্বস্তি, গ্যাস ও বদহজম তৈরি হয়।

কেন সতর্ক থাকবেন?

কারণ ভুল খাবারের সঙ্গে দুধ খেলে দেখা দিতে পারে—

  • পেটব্যথা
  • বমিভাব
  • অ্যালার্জি
  • অতিরিক্ত গ্যাস
  • ডায়রিয়া
  • টক্সিন জমে স্বাস্থ্যঝুঁকি

বিশেষজ্ঞরা তাই দুধ খাওয়ার আগে–পরে কমপক্ষে ২–৩ ঘণ্টার ব্যবধান রাখার পরামর্শ দেন।সঠিকভাবে খেলে দুধই আপনার শক্তির উৎস। 

দুধ শরীরের জন্য অত্যন্ত উপকারী। শুধু খাবারের সঠিক সঙ্গী বেছে নিলেই দুধ আপনাকে দিবে হাড়–মজবুত, সুস্থ হজম, সুন্দর ত্বক এবং বাড়তি রোগপ্রতিরোধ ক্ষমতা।

Link copied!