আওয়ামী লীগ হচ্ছে দানব, এই দানবদের কারিগর খায়রুল: দুদু
জুলাই ২৬, ২০২৫, ০৫:৫৯ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ হচ্ছে দানব, আর এই দানবদের কারিগর হচ্ছেন খায়রুল হক।
তিনি বলেন, তাকে বিচারপতি বলতেও ঘৃণা লাগে। মিডিয়া এখনো কেন তাকে প্রধান বিচারপতি সম্বোধন করে আমি বুঝি না। হাসিনা এবং খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে অসম্মান করেছেন, গণতন্ত্রকে অপমানিত করেছেন।
২৬ জুলাই (শনিবার)...