শিক্ষক মোশাররফের গল্প শোনালেন কনা
জুলাই ২৭, ২০২৫, ০২:১৯ পিএম
এক দিনের অনুপস্থিতির শাস্তি থেকে গানের অনুরোধ, তারপর সম্মান আর আদর- এই ছিল কনার চোখে মোশাররফ করিমের শিক্ষক রূপ। তখনো কেউ জানত না, এই ‘শামীম ভাইয়া’ এক দিন হয়ে উঠবেন দেশের তুমুল জনপ্রিয় অভিনেতা, আর সেই ছাত্রী কনা হয়ে উঠবেন সংগীতাঙ্গনের বড় তারকা।
জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। ছবি - সংগৃহীত
স্মৃতির খাতা...