ট্রাক নয়, যেন চলন্ত চিত্রশালা!
জুলাই ২৩, ২০২৫, ০৬:২৪ পিএম
পাকিস্তানের ধুলোময় মহাসড়ক আর ব্যস্ত শহরের রাস্তায় ট্রাকগুলো গর্জন করছে, যেন রঙ, কবিতা আর নকশায় মোড়ানো একেকটি চলন্ত ক্যানভাস। এসব ভারী যানবাহন কেবল পরিবহণের উপকরণ নয়, বরং দেশের লোকসংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনী।
এই ট্রাক শিল্পের শিকড় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ফিরিয়ে নিয়ে যায়, যখন মালিকরা তাদের যানবাহনগুলোকে জটিল ফুলের নকশা, ক্যালিগ্রাফি এবং সাংস্কৃতিক...