কাঠ-করাতে মুখরিত প্রতিদিন, ভোলায় জমজমাট নৌকাশিল্প
আগস্ট ২, ২০২৫, ০১:৩৯ পিএম
ভোলার লালমোহন উপজেলায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে নৌকা তৈরির কাজ। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া কাঠপট্টি এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটান মিস্ত্রিরা।
কাঠ, পেরেক, হাতুড়ি ও করাতের শব্দে মুখরিত থাকে পুরো এলাকা। এখানকার মিস্ত্রিরা তৈরি করেন ডিঙি নৌকা, জয়া নৌকা ও ফিশিং বোটসহ...